লাইফ স্টাইল

রোজ অফিসে যেতে দেরি হয় মেনে চলুন কিছু টিপস

রোজ অফিসে যেতে দেরি করেন? দুই-এক দিন হলে সমস্যা নেই, তবে এমন ঘটনা প্রতিদিন ঘটলে তো মুশকিল। এই সমস্যা থেকে বাঁচতে নিচের টিপসগুলো মেনে চলতে পারেন-

সময়ের গুরুত্ব বুঝুন

প্রথমত সময়ের গুরুত্ব বুঝতে হবে। কোন কাজ কত সময় ধরে করবেন, কোনটি আগে এবং কোনটি পরে করতে হবে, সেটা আগে ঠিক করে নিতে হবে। প্রতিটি কাজের জন্যই আলাদা করে সময় বরাদ্দ করে নিতে হবে। তা হলেই সব কাজ গুছিয়ে শেষ করা যাবে।

পরিকল্পনা করুন

প্রত্যেক কাজের জন্য পরিকল্পনা করে রাখতে হবে। ধরুন, যে দিন অফিসে যাবেন, সে দিন ঘড়িতে অ্যালার্ম দিয়ে একটু তাড়াতাড়ি উঠুন। হাতে দুই থেকে তিন ঘণ্টা সময় রাখতেই হবে। তা হলেই দেরি হয়ে যাবে বলে দুশ্চিন্তা শুরু হবে না।

লিখুন

ডায়েরি লেখার অভ্যাস থাকলে খুব ভালো। সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া অবধি কী কী কাজ করতে হবে, কোন কাজটি করলেন আর কোনটি পরে করবেন বলে রেখেছেন, সব পয়েন্ট করে লিখে রাখুন। তা হলে দেখবেন কাজে শৃঙ্খলা আসবে।

কাজের গুরুত্ব বুঝুন

কাজ শেষ করার অভ্যাস করতে হবে। কোনো কাজই কাল করব বলে ফেলে রাখা চলবে না। কোন কাজের গুরুত্ব বেশি, সেটি নিজেকেই ঠিক করতে হবে। সময় নষ্ট করার বদলে গুরুত্ব বিচার করে কাজকেও ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে।