6 March 2025 , 7:11:11 প্রিন্ট সংস্করণ
মাহমুদ শরীফ,
কুষ্টিয়ার কুমারখালীতে বুয়েটের কৃতি শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন ও কবর জিয়ারত এবং নবনির্মিত কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১ টায় কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙা গ্রামে ৬৯ লাখ টাকা ব্যয়ে এ কাজের উদ্বোধন করেন তিনি। সকাল ১১ টার দিকে রায়ডাঙা ঈদগাহ ও কবরস্থানে পৌঁছালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শহীদ আবরার ফাহাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদের এনডিসি, সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম, কুষ্টিয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ প্রমুখ। বেলা বারোটায় নবনির্মিত কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তিনি নবনির্মিত এই ষ্টেডিয়ামের উদ্বোধন করেন আবরার ফাহাদের গর্বিত পিতা মোঃ বরকত উল্লাহকে সাথে নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। । উল্লেখ্য, কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়াম ৪০ কোটি ১লক্ষ টাকা ব্যয়ে ২০২২ সালের ১৩ জানুয়ারী নবনির্মিত ষ্টেডিয়ামের কাজ শুরু হয়। সাড়ে ৮হাজার দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন এই ষ্টেডিয়ামে চারতলা বিশিষ্ট প্যাভিলিয়ন ভবন, তিনতলা বিশিষ্ট ডরমেটরি ভবন, ১১ধাপ বিশিষ্ট সাধারন গ্যালারী নির্মান, অভ্যন্তরিন আরসিসি সড়ক, খেলার মাঠের উন্নয়ন, ষ্টেডিয়ামের আউটার সারফেস এর ভূমি উন্নয়ন, খেলার মাঠের চারিদিকে বিদ্যমান আরসিসি ড্রেন ওয়ালের উর্ধ্বমুখি সম্প্রসারন ও পুনঃস্থাপনের কাজ, বিদ্যমান স্ইুমিংপুলের উন্নয়ন কাজ, ২৫ কেভি সাব ষ্টেশন সরবরাহ ও স্থাপন কাজ, মেইনগেট নির্মাানের কাজ, দুটি প্লেয়ার্স ড্রেসিং রুম, অফিস কক্ষ, প্রেসিডেন্ট বক্স, ভিআইপি বক্স ও ভিভিআইপি গ্যালারী। খেলার মাঠের পরিচর্যার জন্য একটি গভীর নলকুপ স্থাপন করা হয়েছে। আরসিসি ড্রেন ও গার্ড ওয়ালসহ গ্রীল ফেন্সিং রয়েছে। ১৪০জন ধারন ক্ষমতা সম্পন্ন ভিআইপি গ্যালারী, প্রেসকর্ণার। ষ্টেডিয়ামে ক্রিকেট ও ফুটবল মাঠ রয়েছে। ষ্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা অত্যাধুনিক সেই সাথে মুল মাঠ সুন্দর কাঠামোতে রয়েছে। স্বৈরাচারী সরকার সারা বাংলাদেশের নিজেদের আত্মীয়স্বজনের নামকরণের যে প্রতিযোগিতা ছিল তার অংশ হিসেবে শেখ কামালের নামকরণ করা হয় এটির। স্বৈরাচার সরকারের পতন এবং পলায়নের পর বাংলাদেশের স্বৈরশাসক ও ভারত বিরোধী আন্দোলনের প্রথম শহীদ কুষ্টিয়ার কৃতিসন্তান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের নামে নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছিল বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার। উল্লেখ্য, ২০০৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে শহীদ করে বুয়েট ছাত্রলীগের একদল খুনি নেতাকর্মী। আবরার হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে তাঁর বাবা বরকত উল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেন। ইতিমধ্যে ঐ মামলার রায় হয়েছে, অনেক আসামী জেল থেকে পালিয়েছে। ক্যাপশন ১ কুমারখালী (কুষ্টিয়া) ঃ শহীদ আবরার ফাহাদ এর কবর জিয়ারত করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্যাপশন ২ কুমারখালী (কুষ্টিয়া) ঃ নবনির্মিত কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। হতে/মাহমুদ শরীফ, কুমারখালী, কুষ্টিয়া। ৬,৩,২০২৫/০