5 March 2025 , 9:55:03 প্রিন্ট সংস্করণ
মাহমুদ শরীফ
কুষ্টিয়ার কুমারখালীতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় হোগলা জোতপাড়া এতিমখানা ও নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অত্র মাদ্রাসায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
শিক্ষক ও দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা সংবাদদাতা মাহমুদ শরীফের সঞ্চালনায় আলোচনা সভায় অত্র মাদ্রাসার সভাপতি সিদ্দিকুর রহমান লালনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখার আমির আফতাব উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার নায়েবে আমির আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর ইউনিয়ন শাখার আমির আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সদস্য ও জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হান্নান, জোতপাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা শিপন আলী।