23 January 2025 , 9:13:49 প্রিন্ট সংস্করণ
সাকী মাহবুব , পাংশা রাজবাড়ী : সো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীর পাংশায় যুব সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালী বের হয়ে উপজেলা সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক ‘ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস, এম আবু দারদা। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ। কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এসময় গ্রুপভিত্তিক নির্ধারিত বিষয়ে গ্রুপ লিডারগণ বক্তব্য রাখেন।