7 May 2024 , 7:10:50 প্রিন্ট সংস্করণ
রাজধানীর মোহাম্মদপুরে ৩২ শতক খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। জমিটি দীর্ঘদিন ধরে দখলে ছিল। মঙ্গলবার জেলা প্রশাসনের এক অভিযানে এ জমি উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক।
আবুবকর সিদ্দিক বলেন, মেসার্স রহমান সার্ভিস স্টেশনের দখলে থাকা বড় সায়েক মৌজার ৩২ শতক ভূমি উদ্ধার করা হয়। সরকারি এ সম্পত্তির মূল্য প্রায় ৬০ কোটি টাকা।
তিনি বলেন, জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে।
এরপর সীমানা চিহ্নিত করে সরকারি দখলসংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করেছি। খাসজমি উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে।