সারা দেশ

৬০ কোটি টাকার খাসজমি উদ্ধার

৬০ কোটি টাকার খাসজমি উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে ৩২ শতক খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। জমিটি দীর্ঘদিন ধরে দখলে ছিল। মঙ্গলবার জেলা প্রশাসনের এক অভিযানে এ জমি উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক।

আবুবকর সিদ্দিক বলেন, মেসার্স রহমান সার্ভিস স্টেশনের দখলে থাকা বড় সায়েক মৌজার ৩২ শতক ভূমি উদ্ধার করা হয়। সরকারি এ সম্পত্তির মূল্য প্রায় ৬০ কোটি টাকা।

তিনি বলেন, জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে।

এরপর সীমানা চিহ্নিত করে সরকারি দখলসংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করেছি। খাসজমি উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে।

আরও খবর

Sponsered content