জাতীয়

বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-মাদ্রাসা বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-মাদ্রাসা বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

চলমান তাপপ্রবাহের মধ্যে সারাদেশে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেন।

এর আগে ঈদের ছুটি এবং গরম বন্ধ থাকার পর রোববার (২৮ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। কিন্তু অতিরিক্ত গরমের কারণে ফের ঢাকাসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে বারবার সিদ্ধান্ত পরিবর্তনের ফলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় শিশু শিক্ষার্থী এবং অভিভাবকরা। এমন সময়ে হাইকোর্ট স্ব-প্রণোদিত হয়ে আগামী ২ মে পর্যন্ত স্কুল-মাদ্রাসা বন্ধ রাখতে বললেন।

অন্যদিকে ঢাকাসহ ৯ জেলায় স্কুল-কলেজ মঙ্গলবার বন্ধ রাখতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

আরও খবর

Sponsered content