22 April 2024 , 2:11:45 প্রিন্ট সংস্করণ
সোমবার (২২ এপ্রিল) দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। প্রায় দুই দশক পর দেশটির কোনও আমির বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন। চলুন জেনে নেওয়া যাক কাতার সম্পর্কে কিছু তথ্য।
প্রথম: কাতারে জনসংখ্যায় নারীর চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি। জাতিসংঘের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা সাড়ে ২৭ লাখের মতো। কিন্তু এর মধ্যে নারীর সংখ্যা সাড়ে ৮ লাখের কম। এর একটি বড় কারণ হচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে কাতারে হঠাৎ করে জনসংখ্যা বৃদ্ধি। ২০০৩ সালে দেশটিতে মোট জনসংখ্যা ছিল সাত লাখের নিচে। কিন্তু ২০১৬ সালে মোট জনসংখ্যা হয়েছে প্রায় ২৫ লক্ষ।
দ্বিতীয়: পৃথিবীর সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের তালিকার শীর্ষ দশে রয়েছে কাতার। ছোট এ দেশটিতে তেল ও গ্যাসের বিশাল মজুতের কারণে এটি সম্ভব হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৪ সালের এক হিসেবে দেখা যায়, কাতারে মাথাপিছু আয় প্রায় ৮৪ হাজার ৯০৬ ডলার, যা বিশ্বের সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের তালিকায় সপ্তম স্থানে।
তৃতীয়: কাতার একটি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত। কিন্তু গত কয়েক বছরে দেশটি শিল্পকলার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে। দেশটি নামী-দামী বেশ কয়েকটি প্রদর্শনীর আয়োজন করেছে। কাতার আমিরের বোন চিত্রকর্মের জন্য বছরে এক বিলিয়ন ডলারের মতো ব্যয় করেছে বলে জানা যায়। রাজধানী দোহায় ইসলামিক আর্ট জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। প্রায় ১৪০০ বছরের নানা ধরনের চিত্রকর্ম এখানে প্রদর্শিত হচ্ছে।
চতুর্থ: শিল্পকর্মের প্রতি কাতারের আগ্রহ জাদুঘর থেকে বিস্তৃত হয়ে খোলা জায়গায় এসেছে। যারা দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছেন তাদের চোখে বিশাল আকৃতির একটি ভাল্লুকের শিল্পকর্ম চোখে পড়েছে নিশ্চয়ই। প্রায় এক দশক আগে সুইজারল্যান্ডের একজন ভাস্করের তৈরি এ ভাস্কর্যটি ব্রোঞ্জের তৈরি এবং এর ওজন প্রায় ২০টন। ২০১১ সালে নিউইয়র্কে এক নিলাম থেকে প্রায় সাত মিলিয়ন ডলার খরচ করে এ ভাস্কর্যটি ক্রয় করে কাতার সরকার।