সারা দেশ

কুমারখালীর অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক হাসান আলী আর নেই

কুমারখালীর সেখপাড়া গ্রামের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক হাসান আলী মাস্টার আর নেই । তিনি বাদ্ধ্যকজনীত কারনে গত ১৬ ফেব্রুয়ারী রাত ১ টা ১০ মিনিটে তিনি  ইন্তেকাল করেছেন।
মরহুম মৌলভী মোঃ হাসান আলী  সেখ (মাস্টার) অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। সেখ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তিনি  প্রধান শিক্ষক  হিসাবে যোগদান করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন। সেখপাড়া উত্তরপাড়া জামে মসজিদে বিনা বেতনে ইমামতি ও সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন যাবত। নাতুড়িয়া,  উত্তর নাতুড়িয়া ও সেখপাড়া  ইসলামীক সমাজ কল্যাণ পাঠাগার এর ক্যাশিয়ারের দায়িত্বও পালন করেন।
সেখপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জানাজার পরে তার পুরাতন বাড়ী পারিবারিক কবর স্থানে দাফন  করা হয়। জানাজার নামাজে ঈমামতি করেন মরহুমের নাতি ছেলে মোঃ ইয়াছিন আরাফাত। এসময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান  আফজাল হুসাইন, বাগুলাট ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মাওলানা শামসুদ্দীন আহম্মেদ,সহ অনেক গন্যমান্য ব্যাক্তি আত্মীয় স্বজন।
তিনি মৃত্যুকালে স্ত্রী মোছাঃ হািসনা বানু (রশিনা),  পুত্র মোঃ হাফিজুর রহমান, মোঃ আজিজুর রহমান হারুন, মোঃ হাবিবুর রহমান আনিছ ও কন্যা মোছাঃ লায়লা আফরোজ আছিয়া রেখে গেছেন।