খেলাধুলা

আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে পরের টেস্টে ভালো করব বললেন শান্ত

আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে পরের টেস্টে ভালো করব বললেন শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে স্রেফ উড়ে গেল বাংলাদেশ। লঙ্কানদের ছুঁড়ে দেওয়া ৫১১ রানের পাহাড়সম লক্ষ্যের সামনে টাইগারদের ইনিংস শেষ হয়েছে ১৮২ রানে। সিলেট টেস্টে বাংলাদেশের হারের ব্যবধান ৩২৮ রান।

ম্যাচজুড়ে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন স্বাগতিক ব্যাটাররা। দলের অভিজ্ঞ ক্রিকেটাররাই বেশি হতাশ করেছেন দর্শকদের। এমন হারের পর অবশ্য লঙ্কান দুই সেঞ্চুরিয়ানকে কৃতিত্ব দিচ্ছেন টাইগার অধিনায়ক।

প্রথম টেস্ট হারের পর সাক্ষাৎকারে শান্ত বললেন, ‘ ধনাঞ্জয়া এবং কামিন্দু যেভাবে ব্যাটিং করেছে তা দুর্দান্ত ছিল। একই সঙ্গে দলের বোলাদেরও প্রশংসা করেন শান্ত, ‘আমাদের বোলাররাও যেভাবে বোলিং করেছে তা দুর্দান্ত ছিল। উইকেট ভালো ছিল।

শান্ত তাগিদ দিয়ে রাখলেন ব্যাটিংয়ে উন্নতির জন্য, ‘আমাদের নতুন বলের ব্যাটিংয়ের জন্য উন্নতি করতে হবে। পরের টেস্টের আগে অনেক কাজ করতে হবে এটা নিয়ে। আশা করি, আমরা আরও ভালো করব।

চাপের মধ্যেও দ্বিতীয় ইনিংসে একাই লড়েছেন মুমিনুল হক। অপরাজিত থেকেছেন ৮৭ রানে। তাকে নিয়ে শান্ত বলেন, ‘তিনি চাপের মধ্যে একটি অসাধারণ নক খেলেছেন এবং আশা করি সামনেও দলের জন্য এভাবেই ধারাবাহিকতা বজায় রাখবেন।

%d bloggers like this: