কৃষি বার্তা

কুমারখালীতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরন 

 মাহমুদ শরীফ :

কুষ্টিয়ার কুমারখালীতে উফশি আমন ধান চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের করা হয়েছে।

খরিপ-২০২৫-২৬ মওসুমে ২৪ জুন মঙ্গলবার কুমারখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাইসুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বীজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।  এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওছার আলী, সহকারী ও  উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন, সুবিধাভোগী কৃষক, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুমারখালী উপজেলার ১১ টি ইউনিয়নে ১ হাজার ৫ শত জন কৃষকের মধ্যে  অর্থ বছর ২০২৪-২৫এ  ৫ কেজি আমন ধানের বীজ ও ১০ কেজি ডিএফপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।