খেলাধুলা

আবারও উইকেট খুঁজছে বাংলাদেশ

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। সুপার ফোরে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল।

আজ তাই লঙ্কানদের বিপক্ষে বাঁচা-মরার লড়াই। টস ভাগ্য বাংলাদেশের পক্ষেই এসেছে। আগে ফিল্ডিং করছে টাইগাররা।দুই প্রান্ত থেকে টানা ৬ ওভার করেছেন সাকিব ও নাসুম।

নাসুম আঁটসাঁট বোলিং করেছেন, তার প্রথম ৪ ওভারে এসেছে ১০ রান। নিসাঙ্কা বা মেন্ডিস-সেভাবে ঝুঁকি না নিয়েই খেলছেন। করুনারত্নেকে হারানোর ধাক্কা সামাল দিয়ে জুটি বড় করছেন তারা।

শ্রীলঙ্কার স্কোর ২১ ওভারে এক উইকেট হারিয়ে ৯০ রান। ১৯তম ওভারে হাসান মাহমুদকে ফেরানো হয়েছে। স্লিপ নেই, নিসাঙ্কার ক্যাচ নিতে ডানদিকে ডাইভ দিয়েছিলেন মুশফিক।

কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ইব্রাহিমের ক্যাচটির পুনরাবৃত্তি করতে পারেননি তিনি।অবশ্য শুরুতে বাঁদিকে একটু এগিয়েছিলেন, পরে ডানদিকে ঝাঁপ দিতে হয়েছে। গ্লাভসে অবশ্য পেয়েছিলেন, রাখতে পারেননি।

এ ওভারেই মেন্ডিস ও নিসাঙ্কার জুটিতে ৫০ রান উঠে গেছে, লেগেছে ৮০ বল। ১৯তম ওভারশেষে দুজনের কারও স্ট্রাইক রেটই ৭০-এর ওপরে নয়। ১৯ ওভারে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ৮৫ রান।

অফ স্টাম্প লাইনে প্যাডের ওপর পেয়ে ঘুরিয়ে মারার পর ফুললেংথ থেকে বোলারস ব্যাকড্রাইভে চার। হাসান মাহমুদের ওপর চড়াও হয়েছিলেন করুনারত্নে। হাসান ঘুরে দাঁরালেন দুর্দান্তভাবে। দুর্দান্ত সিম পজিশন, লেংথ থেকে উঠছিল বলটা।

স্টাম্প রক্ষা করতে ব্যাট বাড়াতে বাধ্য হলেন করুনারত্নে, তাতেই আউটসাইড-এজ। বাকি কাজটা উইকেটের পেছনে করেছেন মুশফিক। ষষ্ঠ ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দিলেন হাসান।

%d bloggers like this: