বিনোদন

আবারও বিপাকে যশ-নুসরাত

আবারও বিপাকে যশ-নুসরাত

নিখিল জৈনকে ছেড়ে যশের সঙ্গে সম্পর্কে গিয়ে টলিউডে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন নুসরাত জাহান। তার পর যশের সন্তানের মা হওয়ার পর বিতর্ক উঠেছিল তুঙ্গে। তবে আপাতত, এই সব গুঞ্জন, বিতর্ক থিতিয়ে গিয়েছে।

বরং এসব থেকে দূরে গিয়ে একদিকে ঘর সংসার ও অন্যদিকে সিনেমা সামলাচ্ছেন যশ-নুসরাত। এখন তো আবার খুলেছেন প্রযোজনা সংস্থাও। তবুও যেন পিছু ছাড়ছে না নুসরাত-যশের প্রেম কাণ্ড!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি নুসরাত-যশের প্রযোজনা সংস্থার তৈরি ‘সেন্টিমেন্টাল’ সিনেমার প্রচারে এসে সম্পর্ক নিয়ে কথা বলায় নেটপাড়ায় ট্রোলড হলেন।

নেটিজেনরা স্পষ্ট বলছেন, যারা নিজেরা দুটো বিয়ে করেন, তারা সম্পর্ক নিয়ে টিপস দিচ্ছেন! সোশাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়েছে, যেখানে এক সাক্ষাৎকারে যশ বলছেন, যেমন আমরা রোজ জিমে গিয়ে শরীরকে ফিট রাখি, সেই রকমই সম্পর্ককে হেলদি রাখতে সময় দেওয়া উচিত।

যশের কথায় ফোড়ন কেটে নুসরাত বলেন, যাই হয়ে যাক। বিশ্বাস ভঙ্গ করা উচিত নয়।

আরও খবর

Sponsered content