সারা দেশ

আবারও ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১ জন

আবারও ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১ জন

নড়াইলে ১৯ বোতল ফেন্সিডিলসহ মো. কবির শেখ (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সে নড়াইল সদর থানার দত্তপাড়া গ্রামের মৃত আজিবর শেখের ছেলে। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে নড়াইল সদর থানার মাইজপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্ববধানে এসআই মোঃ ফারুক হোসেন, এএসআই আনিসুজ্জামান, এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বুধবার রাত ৮টা ২০মিনিটের দিকে সদর থানার মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা সাকিনস্থ নিউ আজম মার্কেটের জনৈক ইয়ামিন মোল্লার কফি হাউজের সামনে থেকে কবির শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামির নিকট থেকে ১৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছাব্বিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর

Sponsered content