বিজ্ঞান ও প্রযুক্তি

পিসি ধীরগতি যা করবেন

পিসি ধীরগতি যা করবেন

কম্পিউটার দীর্ঘদিন ব্যবহার করলে ধীরে ধীরে হার্ডড্রাইভের স্টোরেজ কমতে থাকে। ফলে কম্পিউটারে ধীরগতির সমস্যা দৃশ্যমান হয়। পিসির স্টোরেজ ফুল হওয়ার কারণে পিসি ওভার হিট করে।

ফলে কম্পিউটার ঠিকঠাক কাজ করতে পারে না। মাঝেমধ্যে হ্যাং করে। অনেকে কাজ শেষে ঠিকভাবে পিসি বন্ধ করি না। কম্পিউটার ধীরগতি হওয়ার এটিও বড় কারণ।

পিসির গতি স্বাভাবিক রাখতে ডেস্কটপের সি ড্রাইভে থাকা অপ্রয়োজনীয় সব ফাইল ডিলিট করতে হবে। ফলে পিসি গতিশীল থাকবে। যদি সম্ভব হয় পিসির ডেস্কটপে প্রোগ্রাম শর্টকাট ছাড়া কোনো ফাইল না রাখাই শ্রেয়।

ফাইল থাকার কারণেও পিসি ধীরগতি হয়ে যায়। নিয়মিত পিসির কিছু না কিছু আপডেট চলে আসে। তাই প্রতিটি আপডেট ডাউনলোড করে ইনস্টল করা জরুরি। পিসি আপ-টু-ডেট থাকলে ধীরগতি হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়।

আরও খবর

Sponsered content