আন্তর্জাতিক

৫০ জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় ৪ দিনের যুদ্ধবিরতি

ইসরায়েল সরকার এ যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। কাতারের মধ্যস্থতায় হামাসের সঙ্গে ইসরায়েল গাজায় এ অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তি করে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এ চুক্তির অর্থ গাজার যুদ্ধের অবসান নয়।

এদিকে ইন্দোনেশিয়ান হাসপাতাল ও দক্ষিণাঞ্চলের খান ইউনুস শহরসহ গাজা উপত্যাকাজুড়ে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেছে।

উত্তর গাজার আল-আওদা হাসপাতালে ইসরায়েলের হামলায় তিন জন ডাক্তার নিহত হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

ইসরায়েল সরকার অনুমোদিত যুদ্ধের ৪ দিনের এ বিরতির বিনিময়ে হামাস তাদের হাতে আটক অন্তত ৫০ ইসরায়েলি নারী ও শিশু জিম্মিকে মুক্তি দেবে।

এর বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে আটক ৩০০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে। এছাড়া হামাস আরো অতিরিক্ত প্রতি ১০ জন জিম্মির মুক্তির বিনিময়ে একদিন করে যুদ্ধবিরতি পালন বাড়ানো হবে।

আরও খবর

Sponsered content