খেলাধুলা

এবার অলিম্পিক বাছাইয়ে হোঁচট খেল আর্জেন্টিনা

লাতিন অঞ্চলের অলিম্পিক বাছাইয়ের শুরুতেই হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। হারাতে পারেনি প্যারাগুয়েকে। পিছিয়ে পড়ে শেষ মুহূর্তে গোল শোধ দিয়ে প্যারাগুয়ের সঙ্গে করেছে ১-১ গোলে ড্র।

হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা শুরু থেকেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছে। তবে ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি তারা। এতে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। ৬৭ মিনিট ডেডলক ভাঙে প্যারাগুয়ে। পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন দিয়েগো গোমেজ। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে উঠে আর্জেন্টিনা।

এই অর্ধেই আর্জেন্টিনার দ্বিতীয় মেসি ক্লদিও এচেভেরিকে মাঠে নামান মাশ্চেরানো। ম্যাচের ৯০ মিনিটে এচেভেরি কাস্ত্রোকে বল বাড়ান। কাস্ত্রোর পা হয়ে বল যায় গুনদোর কাছে, যিনি বল জালে জড়িয়ে আর্জেন্টিনার হার এড়ান

দুই গ্রুপের সেরা চার দল চলে যাবে বাছাইয়ের চূড়ান্ত পর্বে। সেখান থেকে দুই দল পাবে প্যারিসের টিকিট। এবার লিওনেল মেসি, আনহেল দি মারিয়াকে অলিম্পিকে খেলতে দেখা যেতে পারে। আর সেটা দেখতে হলে আগে বাছাই পর্ব উতরাতে হবে আর্জেন্টিনাকে।

%d bloggers like this: