সারা দেশ

আদালতে মানববন্ধন গ্রেফতার হওয়া ১২ জনের মুক্তির দাবিতে

আদালতে মানববন্ধন গ্রেফতার হওয়া ১২ জনের মুক্তির দাবিতে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মারধর ও নির্যাতনে সাইফুল ইসলাম রাসেল হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব উদ্দিন রাব্বিসহ গ্রেফতার ১২ জনের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ভুক্তভোগী পরিবারের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় তারা নিহত রাসেলকে চাঁদাবাজ আখ্যায়িত করে রাব্বিসহ গ্রেফতার ১২ জনকে নির্দোষ দাবি করেন। একই সঙ্গে সব আসামির নিঃশর্ত মুক্তি চেয়ে স্লোগান দেন। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।মানববন্ধনে উপস্থিত স্মৃতি বলেন, এতদিন রাসেলের ভয়তে আমরা কিছু বলতে পারিনি। রাসেল আমাদের হয়রানি ও নির্যাতন করেছে। সে গণপিটুনিতে মারা গেছে, ওর কারণে কেন ভালো লোক ফাঁসবে?

আমরা রাব্বির মুক্তি চাই। আন্না আকতার বলেন, রাসেল গত ১৫ বছর আমাদের এলাকায় এমন কোনো খারাপ কাজ নেই যে সে করেনি। বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছে আর ভালো মানুষদের নাম বলেছে। জনগণ পিটিয়ে তাকে মারছে। কিন্তু ভালো ভালো মানুষদের হত্যাকাণ্ডে জড়ানো হচ্ছে।উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি রাসেল হত্যার ঘটনায় গ্রেফতার ১২ আসামিকে আদালতে হাজির করা হয়।

এদের মধ্যে আসামি আলমগীর ওরফে ঠান্ডু, মো. আমির হোসেন ও মো. সজীব স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ছাড়া এ মামলার প্রধান আসামি আলতাফ উদ্দিন রাব্বীসহ ৯ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব উদ্দিন রাব্বিকে প্রধান আসামিসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন ভুক্তভোগীর পরিবার।

আরও খবর

Sponsered content