সারা দেশ

আগুন পোহানোর সময় সতর্ক থাকুন বললেন মেয়র রাসেল

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় ঋতুর পালাবদল। গ্রীষ্ম, বর্ষা ও শীত এই ঋতুগুলোর স্পষ্ট প্রভাব পরিলক্ষিত হয় জনমনে।এখন শীতের আবহ কাবু করে রেখেছে প্রকৃতিকে। কুয়াশার চাদরে মুড়ানো সুন্দর শীতের সকাল শীতের অস্তিত্বকে জানান দেয়, আবার কখনো কখনো শৈত্যপ্রবাহ সূর্যকে আড়ালে রেখে দেয়।

প্রচণ্ড শীত থেকে রক্ষা পেতে অনেকেই আগুনের তাপ পোহান। এই দৃশ্য প্রায় সারা দেশেই চোখে পড়ে। তবে এই আগুনের কারণে আবার দুর্ঘটনাও ঘটে। পাবনার ভাঙ্গুড়া পৌরবাসীকে সচেতন করে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম হাসনাইন রাসেল সোনালী নিউজ কে বলেন, উষ্ণতার খোঁজ করতে গিয়ে মানুষ মাঝে মাঝে ভুল পথে হাঁটে।

ঘুম ঘুম চোখে কিংবা অবচেতন অবস্থায় শাড়ির আঁচল বা চাদরে আগুনের ফুলকি লেগে যায়। কেউ কেউ অনেক কষ্ট করে ফিরে আসে আবার কেউ মৃত্যু ঠেকাতে ব্যর্থ হয়।

তিনি আরও বলেন, শীতে আগুন পোহাতে গিয়ে মৃত্যু কখনও কাম্য হতে পারে না। আমাদের সামান্য অসচেতনতার জন্য যেন হারিয়ে না ফেলি সাধের জীবনটাকে। তাই আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: