27 December 2023 , 5:47:30 প্রিন্ট সংস্করণ
চতুর্থ দিনের মত নির্বাচনী প্রচারণায় প্রত্যন্ত অঞ্চলে ছুটে চলেছেন নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দলটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনপ্রিয় ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা। আর তিনি যেখানেই যান সাধারণত সেখানেই উৎসুক জনতা ভিড় জমান তাকে একনজর দেখতে। শিশু থেকে বৃদ্ধ কোন বয়সের মানুষই বাদ যান না। তেমনি বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে নড়াইল সদর উপজেলার ধোন্দা গ্রামে মাশরাফি আসার খবর শুনে তাকে দেখতে হুইল চেয়ারে করে রাস্তায় চলে আসেন ৭৫ বছর বয়সী শাহিদা খাতুন ও ৫৫ বছর বয়সী হাসিনা বেগম নামে দুই বৃদ্ধা।
একইদিন দুপুর ২ টার দিকে সদর উপজেলার বিষ্ণুপুরে গনসংযোগকালে মাশরাফিকে দেখতে একহাতে লাঠি আর অন্যহাত নাতনির হাতে ভর করে মাশরাফিকে দেখতে ছুটে আসেন কণা রায় নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধা। মাশরাফিকে কাছ থেকে দেখতে পেয়ে তিনজনই আবেগে আপ্লুত হয়ে পড়েন।বৃদ্ধা হাসিনা বেগম বলেন, মাশরাফি আমাদের ছেলের মত। মাশরাফির সাথে দেখা করে খুব ভালো লাগছে। আগেরবার তার ভোটের সময় অনেক দৌড়াদৌড়ি করেছি৷ এবার তো দৌড়াতে পারছি না। সে আমাদের ছেলে তার জন্য দোয়া করি।
শাহিদা খাতুন জানান, কানে ভালো শোনেন না, চোখেও তেমন দেখেন না। সবাই মাশরাফিকে দেখতে এসেছেন। তাই তিনিও অসুস্থ শরীর নিয়ে মাশরাফির সাথে দেখা করতে আসছেন। খুবই ভালো লাগছে তার।কণা রায় বলেন, মাশরাফিকে দেখার অনেকদিনের শখ পূরণ হয়েছে। মাশরাফি তার মাথায় হাত রেখেছেন। তিনিও মাশরাফির মাথায় হাতে রেখে দোয়া করেছেন।এদিকে হুইল চেয়ারে করে দুই বৃদ্ধ মহিলা দেখতে এসেছেন এমন খবর শুনে মাশরাফিও তাদের কাছে ছুটে যান। কাছে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং দোয়া নেন।
লাঠি ভর করে যাওয়া বৃদ্ধা কণা রায়ের সাথে দেখা করেন মাশরাফি। চতুর্থ দিনের মত নির্বাচনী প্রচারণায় প্রত্যন্ত অঞ্চলে ছুটে চলেছেন নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দলটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনপ্রিয় ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা। আর তিনি যেখানেই যান সাধারণত সেখানেই উৎসুক জনতা ভিড় জমান তাকে একনজর দেখতে। শিশু থেকে বৃদ্ধ কোন বয়সের মানুষই বাদ যান না। তেমনি বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে নড়াইল সদর উপজেলার ধোন্দা গ্রামে মাশরাফি আসার খবর শুনে তাকে দেখতে হুইল চেয়ারে করে রাস্তায় চলে আসেন ৭৫ বছর বয়সী শাহিদা খাতুন ও ৫৫ বছর বয়সী হাসিনা বেগম নামে দুই বৃদ্ধা।
একইদিন দুপুর ২ টার দিকে সদর উপজেলার বিষ্ণুপুরে গনসংযোগকালে মাশরাফিকে দেখতে একহাতে লাঠি আর অন্যহাত নাতনির হাতে ভর করে মাশরাফিকে দেখতে ছুটে আসেন কণা রায় নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধা। মাশরাফিকে কাছ থেকে দেখতে পেয়ে তিনজনই আবেগে আপ্লুত হয়ে পড়েন।বৃদ্ধা হাসিনা বেগম বলেন, মাশরাফি আমাদের ছেলের মত। মাশরাফির সাথে দেখা করে খুব ভালো লাগছে। আগেরবার তার ভোটের সময় অনেক দৌড়াদৌড়ি করেছি৷
এবার তো দৌড়াতে পারছি না। সে আমাদের ছেলে তার জন্য দোয়া করি।শাহিদা খাতুন জানান, কানে ভালো শোনেন না, চোখেও তেমন দেখেন না। সবাই মাশরাফিকে দেখতে এসেছেন। তাই তিনিও অসুস্থ শরীর নিয়ে মাশরাফির সাথে দেখা করতে আসছেন। খুবই ভালো লাগছে তার।কণা রায় বলেন, মাশরাফিকে দেখার অনেকদিনের শখ পূরণ হয়েছে।
মাশরাফি তার মাথায় হাত রেখেছেন। তিনিও মাশরাফির মাথায় হাতে রেখে দোয়া করেছেন।এদিকে হুইল চেয়ারে করে দুই বৃদ্ধ মহিলা দেখতে এসেছেন এমন খবর শুনে মাশরাফিও তাদের কাছে ছুটে যান। কাছে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং দোয়া নেন। লাঠি ভর করে যাওয়া বৃদ্ধা কণা রায়ের সাথে দেখা করেন মাশরাফি।