28 November 2023 , 4:09:02 প্রিন্ট সংস্করণ
রাশিয়ার ব্যাপক ড্রোন হামলার কবলে পড়েছিল ইউক্রেনের রাজধানী কিয়েভ। গতকাল শনিবারের ওই আক্রমণকে বলা হচ্ছে, রাশিয়ার চালানো সবচেয়ে বড় ড্রোন আক্রমণ। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন বলছে, সূর্যোদয়ের সময় কিয়েভের বাসিন্দাদের ঘুম ভাঙে আকাশ প্রতিরক্ষা ও বিস্ফোরণের শব্দে। কিয়েভের ভিন্ন ভিন্ন স্থানে আক্রমণ হতে থাকে। সকাল হওয়ার পর আক্রমণের তীব্রতা আরও বৃদ্ধি পায়। প্রায় ছয় ঘণ্টা স্থায়ী হয় ওই আক্রমণ।
প্রাথমিকভাবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী জানায়, ৭৫টি ড্রোনের মধ্যে ৭১টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। পরে তারা জানায়, মোট আকাশযান ছিল ৭৪টি। গুলি করে ধ্বংস করা হয়েছে ৬৬টি।
আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান মিকোলা ওলেসচুক নিজেদের ‘মোবাইল ফায়ার’ ইউনিটের কার্যকারিতার প্রশংসা করেন। তিনি জানান, প্রায় ৪০ শতাংশ ড্রোন ওই বাহিনীই ভূপাতিত করেছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিতচিকো জানান, মোট পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশু রয়েছে। পুরো শহরে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।