কুষ্টিয়ার কুমারখালীতে ২০২৫ – ২৬ অর্থবছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বারি সরিষা -২০ জাতের মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) দুপুরে উপজেলার সদকী ইউনিয়নের হিজলাকর ঈদগাহ মাঠে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শওকত হোসেন ভূঁইয়া। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাইসুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কাওছার আলী প্রমূখ। স্থানীয় কৃষক আব্দুল রহিম বলেন, তিন বছর বছর আগে হিজলাকর এলাকায় শুধু দুইবার ধানের চাষ হতো। মাঝে প্রায় তিনমাস জমি পতিত থাকত। তবে কৃষি কর্মকর্তাদের পরামর্শে দুই ধানের মাঝে এখন সরিষার আবাদ করা হচ্ছে। তার সাড়ে তিন বিঘা জমিতে এবছর বারি ২০ জাতের সরিষা আছে। প্রতি বিঘায় ৮ থেকে ৯ শণ সরিষা উৎপাদনের প্রত্যাশা তাঁর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া বলেন, কুমারখালীতে প্রায় তিন হাজার হেক্টর জমিতে বারি ১৪, বারি ২০সহ বিভিন্ন জাতের সরিষার আবাদ হয়েছে। তবে অন্যান্য জাতের তুলনায় বারি ২০ জাতের সরিষায় বিঘা প্রতি একমণ ফলন বেশি হয়। এ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেতে প্রণোদনা প্রদানসহ কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।













