অপরাধ বার্তা

কুমারখালীর কিশোর রিদয় হত্যাকারীদর বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মাহমুদ শরীফ,

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পৌর শহরের এলঙ্গী রেলপাড়ার কিশোর রিদয় (১৫) হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসুচিতে হত্যার বিচার,ফাঁসি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কুমারখালীর বিক্ষুব্ধ জনগণ।
১৯ আগষ্ট সকাল সাড়ে ১০ টায় শহরের থানামোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সকালে বিভিন্ন ওয়ার্ড থেকে সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক, আলেম ওলামা, ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনের আগে বিক্ষুব্ধ জনগণ বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি কুমারখালীর শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় রিদয় হত্যার খুনিদের ফাঁসির দাবিতে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
মানববন্ধন থেকে রিদয় হত্যার খুনিদের ফাঁসির দাবিতে বক্তৃতা করেন কুমারখালীর সুশীল সমাজের নাগরিকরা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ । এসময় তারা বলেন, সামান্য একটা পাখিভ্যানের লোভে কিশোর বয়সের একটা ছেলেকে নির্মম ভাবে খুন করা হয়েছে। সমাজে সামাজিক নিরাপত্তা বলতে আজ কিছু নেই। এইভাবে একটা সমাজ চলতে পারে না, চলতে দেওয়া হবে না।
গতকাল সোমবার থানায় জিডি করতে গেলে নিহিত রিদয়ের পরিবার জানতে পারে, উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর চরে এক কিশোরের মরদেহ পাওয়া গিয়েছে। পরে খোঁজ নিয়ে জানতে পারে ঐটা রিদয়ের মরদেহ। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনার পরপরই পুলিশ রিদয়ের মরদেহ উদ্ধার করেন এবং অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার সহ রিদয়ের পাখিভ্যান উদ্ধার করেন।
রিদয় হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধনে নাগরিকদের মধ্যে বক্তৃতা করেন, কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও কুষ্টিয়া-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসাইন, নন্দোলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, হাফেজ মাওলানা জুলফিকার আলী, পৌর জামায়াতের সেক্রেটারি কামাল হোসেন, পৌর জামায়াত নেতা আকমল হোসেন মোল্লা, রবিউল ইসলাম রবি, ব্যাবসায়ী মোহাম্মদ ফরিদ, নিহিত রিদয়ের বাবা ইউনূস আলী, মা মোছাঃ নার্গিসসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।‎

আরও খবর

Sponsered content