22 July 2025 , 8:20:12 প্রিন্ট সংস্করণ
উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত ও আগুনে দগ্ধের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে।এর মাঝেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদ এর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল।
বিজ্ঞাপন
সোমবার (২১ জুলাই) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে পরিদর্শনের বেশকয়েকটি ছবি শেয়ার করেছে বিএনপির মিডিয়া সেল।
এ সময় রুহুল কবির রিজভী ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম প্রমুখ।
rtvonline.com




