19 March 2025 , 5:36:29 প্রিন্ট সংস্করণ
মাহমুদ শরীফ, কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা ঃ কুমারখালী উপজেলার যদুবয়রা ই্উপি আমতলা বরইচারা গ্রামে অগ্নিকান্ডে ৫টি বসতবাড়ীর ১৫টি ছোট-বড় ঘর পুড়ে গেছে। বুধবার দুপুরে এই আগুনের সূত্রপাত হয়। কুমারখালী ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আগুনে তিন কৃষক কারমত হোসেন, মোকাদ্দেস আলী মোকা ও আব্দুল্লাহ শেখের ১৫ ঘর মুহুত্বের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এসময় কয়েকজন আহত ও ৩টিগবাদী পশুও দগ্ধ হয়েছে। চরম ভাবে দগ্ধ মুক্তার হোসেন হাসপাতালে সন্ধায় মারা গেছেন।
স্থানীয় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতৃবৃন্দ তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান। তারা ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে কুষ্টিয়ার মিরপুর নওদাআজমপুরে অগ্নিকাণ্ডে আর্থিক সহযোগিতা করল জামায়াত। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আসকর মোল্লার গরুর ঘরে রাত একটার সময় আগুন লেগে ৩ টি গরু ১ টি ছাগল পুড়ে যায়, গরু বাঁচাতে গিয়ে নিজেও আগুনে ঝলসে যায়, খবর শুনে ছুটে যান জামায়াত নেতৃবৃন্দ, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে দশ হাজার টাকা সহযোগিতা করেন জামায়াত। এসময় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক মিরপুর উপজেলা চেয়ারম্যান জননেতা আব্দুল গফুর, উপজেলা সেক্রেটারি মাওঃ মহিউদ্দিন, ইউনিয়ন আমীর , সেক্রেটারি সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দউপস্থিত ছিলেন।