8 February 2025 , 8:09:57 প্রিন্ট সংস্করণ
গাজীপুরে ডিসি কার্যালয়ের সামনে আন্দোলনকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সহযোগীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ওই যুবকের নাম মোবাশশির হোসাইন। তিনি গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোগী।
মোবাশশির হোসাইন জানান, তাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে এসে লাগে।
তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে তিনি বিষয়টি জানিয়েছেন। পুলিশ আসলে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন।