16 November 2024 , 9:01:34 প্রিন্ট সংস্করণ
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের ব্যবহার না চেয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেন,দলীয় প্রতীক নিয়ে আমাদের এখনো অবস্থান চুড়ান্ত করিনি। তবে মনে হয় দলীয়ভাবে নির্বাচন হোক সেটা আমরা চাই না স্থানীয় নির্বাচন। আইনের পরিবর্তন না হলে এটা হবে না৷
শনিবার (১৬ নভেম্বর) নির্বাচন ভবনের সভাকক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যন্ড ডেমোক্রসি’র (আরএফইডি) সদস্য সাংবাদিকদের সঙ্গে সংস্কার কমিশন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, কমিশন কত খরচ করলো, সেটা হিসাব বের করলাম প্রায় দুই হাজার কোটি টাকা। বিরাট বিরাট টাকা খরচ হচ্ছে ম্যাজিস্ট্রে ও মাঠ প্রশাসনের পেছনে৷ পোস্টাল ব্যালটের ব্যবস্থা আছে,কিন্তু প্রয়োগ হয় না। আমরা চাচ্ছি যারা বিদেশে আছেন কেবল তারা নন, যেন যারা দেশে আছেন-অক্ষম,নারী, কর্মস্থলের কারণে যারা এলাকার বাইরে আছেন তাদের জন্য সুযোগটা রাখতে চাই। যারা রেমিট্যান্স পাঠাচ্ছেন তাদের যেন সুযোগটা নিশ্চিত করা যায় সেটা ভাবা হচ্ছে। এতে একটা বিরাট অসুবিধা হচ্ছে, তাদের আইডি কার্ড নেই। এক্ষেত্রে পাসপোর্টকে আমলে নেওয়া কথা ভাবছি।
তোফায়েল আহমেদ বলেন, দলীয় প্রতীক নিয়ে আমাদের এখনো অবস্থান চুড়ান্ত করিনি। তবে মনে হয় দলীয়ভাবে নির্বাচন হোক সেটা আমরা চাই না স্থানীয় নির্বাচন। আইনের পরিবর্তন না হলে এটা হবে না৷