বিনোদন

অরম্যাক্সের তালিকায় সেরা অভিনেতা অন্যজন শাহরুখ-সালমান নন

বলিউড অভিনেতা-অভিনেত্রীদের জন্য অনেক কিছু করেন ভক্ত-অনুরাগীরা। এমনকি প্রিয় তারকাদের ভগবানের পুজোও করে থাকেন অনেক ভক্ত। দর্শকদের পছন্দের এ তালিকায় যেমন রয়েছেন পুরনো দিনের মেগাস্টাররা, তেমনই সবার মনজুড়ে রয়েছেন এখনকার অভিনেতা-অভিনেত্রীরাও। কেউ শাহরুখ খানকে পছন্দ করেন, কেউ আমির খান, কেউ ঋত্বিক রোশন, আবার কেউ সালমানকে। তারকা অভিনেতাদের প্রত্যেকের অভিনয়ের ধরনও আলাদা। বলিউডে ভিন্ন ভিন্ন নামে উপস্থাপন করেন সিনেমাপ্রেমীরা।

এই যেমন— বলিউড বাদশাহ হলেন কিং খান শাহরুখ খান, মিস্টার পারফেকশনিস্ট হলেন আমির খান, ভাইজানখ্যাত হলেন সালমান খান, আবার ‘ গ্রিক গড’ ঋত্বিক রোশন। শুধু অভিনয় নয়, তারকাদের ফ্যান ফলোয়ার্স হয় তাদের স্টাইল স্টেটমেন্টের ওপর ভিত্তি করেও। এখনকার টেক স্যাভি দুনিয়ায় সামাজিকমাধ্যমে তারকাদের নিয়ে চলে নানা চর্চা ও আলোচনা।

স্যোশাল মিডিয়া ট্রেন্ড অনুসারে বোঝা যায়, কোন তারকার জনপ্রিয়তা কত বেশি। সেই ট্রেন্ড অনুযায়ী জনপ্রিয় তারকাদের তালিকা প্রকাশ করেছে অরম্যাক্স মিডিয়া। এবার সে তালিকায় উঠে এলো বিরাট বড় তথ্য। জনপ্রিয় তারকার নিরিখে বরাবরই প্রথম স্থানে থাকেন শাহরুখ খান, সালমান খান, আমির খান কিংবা রণবীর কাপুর। তবে সাম্প্রতিক বলিউডের বাঘা বাঘা তারকাদের পেছনে ফেলে এবার এগিয়ে গেলেন দক্ষিণী তারকারা।

অরম্যাক্সের তালিকা অনুযায়ী শাহরুখ খানকে পেছনে ফেললেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। বাহুবলীখ্যাত এ অভিনেতা এ মুহূর্তে সামাজিকমাধ্যমে ট্রেন্ডিং অনুযায়ী ভারতের সবচেয়ে জনপ্রিয় হিরো। অরম্যাক্স তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছে, সেখানে সেরা ১০ অভিনেতার নাম লেখা হয়েছে, যাদের সবচেয়ে বেশি লাইক করা হয়েছে।

এ তালিকায় উল্লিখিত শীর্ষ ১০টি নামের মধ্যে সাতজন দক্ষিণের সুপারস্টার এবং বাকি তিনজন বলিউড অভিনেতা। রিপোর্ট অনুসারে এ তালিকায় আছেন— প্রভাস, বিজয়, শাহরুখ খান, মহেশ বাবু, জুনিয়র এনটিআর, অক্ষয় কুমার, আল্লু অর্জুন, সালমান খান, রামচরণ এবং সর্বশেষে অজিত কুমার।

উল্লেখ্য, জুনের শেষ দিকে মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত কল্কি ২৮৯৮ এডি। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে এ সিনেমাটি। প্রভাস ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান প্রমুখ।