আন্তর্জাতিক

নিজেদের অবস্থান শক্তিশালী করার ঘোষণা জেলেনস্কির

রাশিয়ার কুরস্ক অঞ্চল দখলে নিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি বলেছেন, তার বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে তাদের অবস্থান আরও ‘শক্তিশালী’ করছে এবং একটি বড় স্থল আক্রমণ চালাচ্ছে।

 জেলেনস্কির এমন মন্তব্যের পর সেম নদীর উপর একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে ইউক্রেনের সেনারা, এমন দাবি করছেন রাশিয়ান কর্মকর্তারা। যুক্তি হিসেবে মস্কোর দাবি, কিয়েভ এই অঞ্চলে মস্কোর সৈন্যদের চলাচলে ব্যাঘাত ঘটাতে চায়।এ বিষয়ে ইউক্রেনের সেনাপ্রধান অলেক্সান্ডার সিরস্কি বলেন, ‘কুরস্ক অঞ্চলে আমাদের বাহিনীর অবস্থান শক্তিশালীকরণ এবং স্থিতিশীল অঞ্চলের সম্প্রসারণের বিষয়ে বলা হয়েছে।

বন্দি অদলবদলের বিষয়েও এদিন কথা বলেছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘আজ সকাল থেকে, আমরা আমাদের দেশের বিনিময় তহবিল পুনরায় পূরণ করেছি। আমি সেই সমস্ত সৈন্য ও কমান্ডারদের ধন্যবাদ জানাই যারা রাশিয়ান সৈন্যদের বন্দী করে নিয়ে যাচ্ছে এবং এইভাবে রাশিয়ার হাতে বন্দী আমাদের সৈন্য ও বেসামরিক নাগরিকদের মুক্তিকে আরও কাছাকাছি নিয়ে আসছে।

উল্লেখ্য, দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেন যুদ্ধ চলমান। এই যুদ্ধের শেষ কোথায় এখনও কেউ বলতে পারছে না।

আরও খবর

Sponsered content