13 September 2023 , 3:50:22 প্রিন্ট সংস্করণ
উড়োজাহাজের যান্ত্রিক ত্রটির কারণে দীর্ঘ সময় আটকে থাকার পর অবশেষে ভারত ছেড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাকে বহনকারী উড়োজাহাজের ত্রুটি মেরামতের পর দিল্লি থেকে কানাডার উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি।
ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা এএনআই এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত ৮ সেপ্টেম্বর দিল্লি সফরে আসেন ট্রুডো। কিন্তু তাকে বহনকারী উড়োজাহাজে ত্রুটি দেখা দিলে ভারতে আটকা পড়েন তিনি।
কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস সেক্রেটারি মোহাম্মদ হুসেনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যা সমাধান করা হয়েছে। এর পরই দিল্লি ছেড়ে গেছেন কানাডার প্রধানমন্ত্রী।
খবরে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি দলকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ট্রুডোকে ধন্যবাদ জানান তিনি।