11 September 2023 , 4:05:01 প্রিন্ট সংস্করণ
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব এবার গেমিং খাতে মনোযোগ দিচ্ছে। ছোট ছোট গেমের জন্য নতুন প্লাটফর্মও চালু করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্টরা।
এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। আপাতত বাছাই করা ব্যবহারকারী ও বেটা পরীক্ষকরা অভিজ্ঞতাটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।তবে কোন কোন গেম এতে স্থান পাবে সে তালিকা এখনো প্রকাশ করেনি ইউটিউব।
প্রযুক্তিবিষয়ক একটি সাইট জানিয়েছে, এতে ‘স্ট্যাক বাউন্স’ নামে একটি গেম আছে, যেখানে সঠিক সময়ে ক্লিক করে বিভিন্ন রিংয়ের মধ্য দিয়ে বল ফাটিয়ে দিতে হয়। এরই মধ্যে গুগলের ‘গেমস্ন্যাক্স’ সেবায় গেমটি পাওয়া যাচ্ছে।
গত দুই বছরে আরেক স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স এ খাতে বড় অঙ্কের অর্থ খরচ করেছে। এমনকি টিকটকও গেমিং নিয়ে কাজ করছে, যেখানে ব্যবহারকারীর পুরস্কার হিসাবে অর্থ জেতারও সুযোগ রয়েছে সেখানে।