ভিন্ন স্বাদের খবর

আবারও রোগীর পেটে মিলল ইয়ারফোন-নাট-বল্টুসহ ১০০ বস্তু

দিন দুয়েক বমি বমি ভাব থাকার পর তীব্র জ্বর আর পেটে ব্যথা শুরু হয় ৪০ বছর বয়সী ভারতের এক রোগীর।এরপর গতকাল তাকে দেশটির পাঞ্জাব রাজ্যের মোগা শহরের মেডিসিটি হাসপাতালে ভর্তি করানো হয়।

চিকিৎসকরা তার অস্ত্রোপচার করে অবাক হন।রোগীর পেটের ভেতর ইয়ারফোন, ওয়াশার, নাট-বল্টু, তার, রাখি, লকেট, বোতাম, হেয়ারক্লিপ, জিপার ট্যাগ, মার্বেল এবং সেফটিপিনসহ প্রায় ১০০ বস্তু পান তারা।

চিকিৎসকেরা প্রথমে পেট ব্যথার কারণ জানতে এক্সরে স্ক্যান করাতে বলেন। পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায়, তার পেটে কিছু ধাতব বস্তু আটকে আছে। এরপর গতকাল প্রায় তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে।

তার শরীর থেকে প্রায় ১০০টি জিনিস বের করে আনা হয়।ওই হাসপাতালের পরিচালক আজমির কালরা বলেন, এর আগে আমি কখনো এ ধরনের ঘটনা দেখিনি। ওই ব্যক্তি গত দুই বছর ধরে পেটের সমস্যায় ভুগছিলেন।

তার শরীর থেকে সব ধাতব জিনিসপত্র সরিয়ে ফেলা হয়েছে। তবে তার অবস্থা এখনো স্থিতিশীল নয়। ওই বস্তুগুলো দীর্ঘদিন ধরে রোগীর পেটে ছিল। এ কারণে তার অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা দেখা হয়েছে।

%d bloggers like this: