বিনোদন

আমার স্ত্রী আদর্শ জীবনসঙ্গী বললেন শুভাশিস

আমার স্ত্রী আদর্শ জীবনসঙ্গী বললেন শুভাশিস

টালিউডের জনপ্রিয় অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। ৩৮ বছর আগের কথা, ১৯৯৬ সালে ঈশিতাকে বিয়ে করেছিলেন। আলাপ, প্রেম, বিয়ে, সবমিলিয়ে প্রায় চার দশকের সম্পর্ক তাদের। সম্প্রতি বিবাহবার্ষিকীতে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ এই অভিনেতা।

২৫ মার্চের দোলের দিনের জন্য যেন চাতক পাখির মতো অপেক্ষা করে থাকেন শুভাশিস মুখোপাধ্যায়। দিনটায় তিনি কোনও ভাবেই কলকাতায় থাকেন না। এবারও শহরে নেই তিনি। শহর থেকে দূরে এই মুহূর্তে কবিগুরুর দেশ বোলপুরে রয়েছেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়।

নাট্য ব্যক্তিত্ব স্ত্রী ঈশিতাও সেখানেই।একসময় নাট্য় ব্যক্তিত্ব ঈশিতার সঙ্গে অভিনেতার আলাপ হয়েছিল নাটক করতে গিয়ে। বহু বছর বিয়ে হয়েছে তাদের। তবে তাতে প্রেম এখনও বিন্দুমাত্র কমেনি। বসন্ত উৎসবে শান্তিনিকেতন যাওয়া নিয়ে শুভাশিস বাবু বলেন, ‘আমি একা আসিনি, তিনি থাকতে একা আসব কেন! তাকে ছাড়া কি চলা যায়?’

অভিনেতার কথায় ধরা পড়ে তার রসবোধ। শুভাশিসের এই ‘তিনি’ হলেন তার স্ত্রী ঈশিতা। দোলের দিন আবার শুভশিস মুখোপাধ্যায়ের শাশুড়ি মায়ের জন্মদিন। তাই সেলিব্রেশনের আলাদাই আমেজ তৈরি হয়।দোল উপলক্ষ্য়ে ঈশিতার সঙ্গে প্রেমের স্মৃতি ভাগ করে নিলেন শুভাশিস মুখোপাধ্যায়। স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ শুভাশিস মুখোপাধ্যায় বলেন, ‘ওর মতো মেয়ে হয় না।

আমি ভাগ্যবান।’ তবে এত সুন্দর একটা সম্পর্কে অল্প হলেও যেন রয়ে গিয়েছে বিষণ্ণতা। শুভশিস-ঈশিতা নিঃসন্তান।তবে অভিনেতার কথায়, ‘আমি বাবা হতে পারিনি তো কী আছে। তবে আমার দুঃখ নেই। দিব্যি আছি আমি আর ঈশিতা।’ স্ত্রী ঈশিতা মুখোপাধ্যায়কে আদর্শ জীবনসঙ্গী বলে বর্ণনা করেন শুভাশিস মুখোপাধ্যায়।