ভিন্ন স্বাদের খবর

চার লাখ টাকায় বিক্রি ২৫ কেজির ভোল মাছ

চার লাখ টাকায় বিক্রি ২৫ কেজির ভোল মাছ

সুন্দরবনে শুকুর আলী নামের এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মূল্যবান ভোল মাছ। গত মঙ্গলবার রাত ৯টার দিকে মালঞ্চ নদীতে সাড়ে ২৫ কেজি ওজনের ভোল মাছটি ধরা পড়ে।

শুকুর আলী জানান, তিনি প্রতিদিনের মতো মঙ্গলবারও মালঞ্চ নদীতে মাছ শিকার করতে যান। সন্ধ্যার পরে জাল দিয়ে মাছ ধরার সময় ওই মাছটি ধরা পড়ে।

পরে সেটি বুড়িগোয়ালিনী মাছের আড়তে নিয়ে গেলে মোংলার মাছ ব্যবসায়ী মো. বেলায়েত সরদার সাড়ে ১৫ হাজার টাকা কেজি দরে চার লাখ টাকায় ভোল মাছটি কিনে নেন।

এই টাকা দিয়ে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাবেন ও একটি ঘর তৈরি করবেন বলে জানান শুকুর আলী।মাছ ব্যবসায়ী রব্বানী ও গোলাম হোসেন জানান, ভোল মাছ গভীর সমুদ্রে দলবদ্ধ হয়ে চলাচল করে।

মাঝেমধ্যে পথ হারিয়ে লোকালয়সংলগ্ন নদী-খালে চলে আসে।স্থানীয় চিকিৎসক মানস কুমার বলেন, ভোল মাছের ফুলকা দিয়ে অপারেশনের সুতা এবং হার্টের ওষুধ তৈরি হয়। তা ছাড়া বিদেশে ভোল মাছের ফুলকার ব্যাপক চাহিদা রয়েছে। ঔষধি গুণ থাকায় মাছটি মূল্যবান।

আরও খবর

Sponsered content