31 January 2024 , 4:12:54 প্রিন্ট সংস্করণ
খবরটি আশ্চর্যজনক হলেও সত্য। যে বিষয়টি নিয়ে বলতে হচ্ছে। শিশুর জন্ম হয় গর্ভাবস্থার ৯ বা ১০ মাসে। কখনো ৭ বা ৮ মাসেও সন্তানের জন্ম হতে পারে। কিন্তু কোনো নারীকে গর্ভধারণের পর ৯ বছর পর্যন্ত ভ্রূণ ধারণ করতে শুনেছেন?
শুনতে অবাক লাগলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। ওই নারী মূলত কঙ্গোর বাসিন্দা।যিনি ৯ বছর আগে অন্তঃসত্ত্বা হন। কিন্তু গর্ভাবস্থার ২৮ সপ্তাহ পরই গর্ভস্থ ভ্রূণ নড়া বন্ধ করে দেয়। এরপর গর্ভপাত হওয়ার কথা থাকলেও তা হয়নি।
প্রথমে ওই নারী চিকিৎসকের কাছে যান। কিন্তু পরিবারের লোকজনের বিদ্রুপে ক্ষুব্ধ হয়ে পরে আর চিকিৎসক দেখাননি। এভাবেই পার হয়ে গেছে ৯ বছর। সম্প্রতি পেটে যন্ত্রণা নিয়ে আবার চিকিৎসকের শরণাপন্ন হন ওই নারী।
পরে চিকিৎসকরা স্ক্যান করে দেখেন, নারীর পেটে ভ্রূণটি রয়ে গেছে। এটি একটি পাথরের মতো হয়ে অন্ত্রের কাছে আটকে যায়। ফলে সংকুচিত হয়ে গেছে অন্ত্র।
যে কারণে তিনি যা খেতেন, তা হজম হতো না। এতে অপুষ্টির শিকার হন ওই নারী। শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। ডেইলি মেইল সূত্রে এ খবর জানা গেছে।