জাতীয়

দফতরে এসেই সব ধরনের বরাদ্দ বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর

দফতরে এসেই সব ধরনের বরাদ্দ বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার নতুন সদস্যরা বাংলাদেশ সচিবালয়ে প্রথম দিনের কার্যক্রম শুরু করেছেন। রোববার (১৪ জানুয়ারি) সকাল থেকেই আসতে শুরু করেন বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। প্রথম দিন অনেকেই এসে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পরিচয়পর্ব সেড়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিবুর রহমান এদিন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করেছেন। এই সভাতেই কর্মকর্তাদের কয়েকদফা নির্দেশনা দিয়েছেন।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের সব ধরনের বিশেষ বরাদ্দ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে সচিবালয়ের শীর্ষ কর্মকর্তা থেকে মাঠ পর্যায়ের কর্মচারী পর্যন্ত সবাইকে নির্ধারিত সময়ে নিজ নিজ কর্মক্ষেত্রে উপস্থিত থাকার নির্দেশ দেন।সূত্র জানিয়েছে- সভায় প্রতিমন্ত্রী বলেন, বিশেষ কোনো কাজ না থাকলে আমি নিজেও নির্ধারিত সময়ে অফিসে আসবো।মন্ত্রণালয়ের কোনও কাজে তদবির না করার ব্যাপারেও হুঁশিয়ার করেন নতুন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘যেকোনো কাজে আপনারা তদবিরে যুক্ত হবেন না, আমাকেও যুক্ত করবেন না।পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা ও ঢাকার বাইরে মন্ত্রণালয়ের অধীনস্ত যে সংস্থাগুলো আছে, ক্রমান্বয়ে ছুটির দিনে আমি সেগুলোতে ভিজিট করবো। এরপর আমার করণীয় নির্ধারণ করবো।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৬ সদস্যের মন্ত্রিসভা শপথ নিয়েছেন। দুদিন সাপ্তাহিক ছুটির কারণে ১৪ জানুয়ারি তারা প্রথম কর্মদিবস উপলক্ষে সচিবালয়ে নিজনিজ দফতরে আসেন এবং অফিস করছেন।