খেলাধুলা

ম্যানচেস্টার সিটির রাডারে পরবর্তী মেসি এচেভেরি

ম্যানচেস্টার সিটির রাডারে পরবর্তী মেসি এচেভেরি

আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার ক্লাউদিও এচেভেরি, যাকে মনে করা হয় ‘পরবর্তী মেসি’। সদ্য সমাপ্ত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে পড়েছেন এই ফুটবলার। এই টিনএজারকে দলে টানতে আগ্রহী ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দা মিরর-এর শনিবারের প্রতিবেদনে বলা হয়, রিভার প্লেটের হয়ে খেলা এচেভেরিকে পর্যবেক্ষণে রেখেছে সিটি। বিশেষ করে আর্জেন্টাইন ক্লাবটির সঙ্গে ভালো সম্পর্ককে কাজে লাগিয়ে প্রতিভাবান এই ফুটবলারকে দলে টানতে চায় তারা।

২০২২ সালের জানুয়ারির দলবদলে রিভার প্লেট থেকেই সিটি দলে টেনেছিল আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসকে। বিশ্বকাপ জয়ী এই ফুটবলার এখন পেপ গুয়ার্দিওলার দলের গুরুত্বপূর্ণ সদস্য।

রেয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, ইউভেন্তুস, এসি মিলান ও ইন্টার মিলানের মতো ক্লাবগুলোরও ১৭ বছর বয়সী এচেভেরির ওপর নজর আছে।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেন এচেভেরি। আসরে তিনি গোল করেন সব মিলিয়ে পাঁচটি। আর্জেন্টিনা বিদায় নেয় সেমি-ফাইনাল থেকে।

আরও খবর

Sponsered content