ভিন্ন স্বাদের খবর

প্রেম ও যৌনতাহীন বিয়ের দিকে ঝুঁকছে জাপানিরা

প্রেম ও যৌনতাহীন বিয়ের দিকে ঝুঁকছে জাপানিরা

এক ধরনের নতুন বিয়ের প্রতি ঝোঁক বাড়ছে জাপানিদের। যেখানে নেই কোনো প্রেম, কোনো শারীরিক সম্পর্ক। এই বিয়ের নাম দেওয়া হয়েছে ফ্রেন্ডশিপ ম্যারেজ। এরইমধ্যে এমন বিয়ে করেছে হাজার হাজার জাপানি তরুণ-তরুণী। হংকংভিত্তিক একটি সংবাদমাধ্যমের পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অন্যান্য বৈবাহিক সম্পর্কের মতো একেবারেই নয় এই বিবাহিত জীবন। আইনিভাবে স্বীকৃত এই বিয়েতে এক ছাদের তলায় থাকেন দুজন। কিন্তু একে অপরের প্রতি প্রেম নেই। শারীরিক সম্পর্কও থাকবে না। কিন্তু কৃত্রিম উপায়ে সন্তানের জন্ম দিতে পারেন। আর পাঁচটা সাধারণ শিশুর মতোই সমস্ত অধিকার পাবে এই দম্পতির সন্তানও।

বিয়ের পর চাইলে তৃতীয় কোনও ব্যক্তির সঙ্গে প্রেম বা শারীরিক সম্পর্ক করতে পারবেন।কীভাবে হচ্ছে এই বিয়ে? দীর্ঘদিনের পরিচিতরা সাধারণত এইভাবে বিয়ে করছেন না। বিয়ের আগে কয়েকবার দেখা করেই বিয়ে করে ফেলছেন জাপানি তরুণ-তরুণীরা। সারাদিন কী খাওয়া হবে, কবে কাপড় ধোয়া হবে, ফ্রিজের কোথায় কী খাবার রাখা হবে, মাসের খরচ কীভাবে সামলানো হবে- এইসব আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে এই বৈবাহিক সম্পর্ক।

সারাদিন পরে মন খুলে আড্ডা হবে, শুধু এই একটা কারণেই টিকে থাকছে বিয়ের সম্পর্ক।জাপানের একটি সংবাদপত্রের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সাল থেকে ৫০০টি দম্পতি এইভাবে বিয়ে করেছেন। তার মধ্যে ৮০ শতাংশ বিয়ে এখনও টিকে রয়েছে। অনেক দম্পতির সন্তানও রয়েছে। গড়ে ৩২ বছর বয়সিরা এই ফ্রেন্ডশিপ ম্যারেজের দিকে ঝুঁকছেন।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রজন্মের অনেকেই বিয়ে নামক প্রতিষ্ঠানের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছেন। কিন্তু সমাজের চাপে পড়ে তাদের বিয়ে করতে হচ্ছে। সেই জন্যই ফ্রেন্ডশিপ ম্যারেজ বেছে নিচ্ছেন তারা।