শিক্ষা

হাতেজান নেছা বয়স্ক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ পোশাক বিতরণ

মাহমুদ শরীফ : কুষ্টিয়ার কুমারখালীতে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে হাতেজান নেছা বয়স্ক বিদ্যালয়ের শিক্ষার্থী ও দুস্থদের মাঝে ঈদ পোশাক বিতরণ  করা হয়েছে ।
শনিবার সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল গ্রামে এ্যাড. আকমাল হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের আয়োজনে এই পোশাক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড. আকমল হোসেন, প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালেক,  সাবেক ইউপি চেয়ারম্যান নজরুলইসলাম, সাংবাদিকক মাসুদ রানা প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ্যাড. আকমাল হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের উদ্যোগে কুমারখালী ও খোকসা উপজেলায় ৮টি কেন্দ্রে বয়স্ক শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এসব কেন্দ্রের বয়স্ক দরিদ্র  শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়। এবারও  প্রতি বছর ঈদের ন্যায় শিক্ষাথীদের মাঝে নতুন পোশাক শাড়ী লুঙ্গি ও থ্রি পিচ বিতরন করা হলো।

আরও খবর

Sponsered content