বিনোদন

আমার ঘরে একটা ক্যামেরা লুকিয়ে রেখেছিল

আমার ঘরে একটা ক্যামেরা লুকিয়ে রেখেছিল

দক্ষিণি সিনেমার অভিনেত্রী কৃতি খরবন্দা। দক্ষিণি চলচ্চিত্র ছাড়াও তার খ্যাতি ছড়িয়েছে কন্নড়, তামিল ও বলিউডে। ‘শাদি মে জরুর আনা’, ‘কারওয়াঁ’, ‘হাউসফুল-৪’- এর মতো সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে।একবার ভয়াবহ এক ঘটনার সম্মুখীন হয়েছিলেন কৃতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।

কৃতি বলেন, ‘কন্নড় সিনেমার শুটিং চলাকালে এক হোটেলকর্মী আমার ঘরে একটা ক্যামেরা লুকিয়ে রেখেছিল।’ তিনি জানান, ঘরে ঢুকে তিনি ও তার টিম প্রথমে তল্লাশি করেন কোথায় কিছু লুকোনো আছে কি না তা দেখে নেওয়ার জন্য। এটা তার পুরোনো অভ্যাস।

তল্লাশি করে তখন সেট টপ বক্সের পেছন থেকে একটি ক্যামেরা খুঁজে পান। সেটা দেখে বেশ ঘাবড়ে গিয়েছিলেন কৃতি। সেই অভিজ্ঞতার কথা ভাবলে এখনো ভয় লাগে তার।

তারকাদের হোটেলরুমে ক্যামেরা লুকিয়ে রাখার ঘটনা নতুন নয়। এর আগেও এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন দিয়া মির্জা ও আনুশকা শর্মার মতো তারকারা।