20 August 2024 , 7:02:07 প্রিন্ট সংস্করণ
ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকার সময় হারুন অর রশিদ ওরফে ডিবি হারুন তার কার্যালয়ে ভাত খাওয়ানোর মাধ্যমে ভাইরাল হয়েছিলেন। তার কার্যালয়ে জনপ্রিয় কেউ গেলে তাকে খাবারের টেবিলে বসিয়ে ছবি উঠাতেন। সেই ছবি পোস্ট করতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বর্তমানে এই ঘটনা নিয়ে অনেকে সিনেমা তৈরির জন্য ভাবছেন।
ছাত্র আন্দোলনের পর হাসিনা সরকারের পতন হলে ডিবি হারুনেরও খোঁজ মিলছে না। তবে তার কার্যকলাপ মানুষ মনে রেখেছে। সেইসব ভাইরাল ও নির্মম বিষয় নিয়ে সিনেমা বানাতে চান পরিচালক ও প্রযোজকরা। আগ্রহে থাকা গোয়েন্দা কার্যালয়কে নিয়ে সিনেমা তৈরির জন্য অভিনয়শিল্পী জাদু আজাদ পরিচালক সমিতিতে নিবন্ধন করেছেন।
সিনেমাটির নাম হবে ‘হারুনের ভাতের হোটেল’। সিনেমার বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। ছবিটা সেই হবে কিন্তু। কারা এতে অভিনয় করবেন তা এখনও ভাবিনি। তবে বেশ কিছু চমক থাকবে এতে।’
উল্লেখ্য, চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে, গত ১০ দিনে ৬টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে। সবগুলো বাস্তব প্রেক্ষাপট কেন্দ্র করে।