15 November 2023 , 3:37:16 প্রিন্ট সংস্করণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
আজ (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে আওয়ামী লীগকে দেয়া ডোনাল্ড লু’র চিঠি পৌঁছে দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।
ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ শেষে পিটার হাস বলেন, শান্তিপূর্ণ নির্বাচন ও রাজনৈতিক সংলাপের বিষয়ে আলোচনার পাশাপাশি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে সহিংসতামূলক বক্তব্য নিয়ে আমরা উদ্বেগ জানিয়েছি।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র কোনো একক দলের প্রতি পক্ষপাত করে না। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করার কথা বলেছি। চলমান রাজনৈতিক উত্তেজনা পরিহার করার কথা বলেছি।
শর্তহীন সংলাপের ওপর তাগিদও দিয়েছি। অন্য দলগুলোকে এ বার্তা আগেই দেয়া হয়েছে। সম্প্রতি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে সহিংসতামূলক বক্তব্য নিয়ে আমরা উদ্বেগ জানিয়েছি।
এর আগে পিটার হাসের সাথে সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের বলেন, কোনো পূর্বশর্ত ছাড়া সংলাপের আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। তবে যেকোনো মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে, এখন আর সংলাপের সুযোগ নেই।