সারা দেশ

আড়াইহাজারে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা সিলেট মহাসড়কে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে মহাসড়কের পাচরুখী এলাকায় অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। এসময় সড়কের মাঝে টায়ার জালিয়ে অবরোধ করে তারা। ভাংচুর করা হয় সড়কের কিছু যানবাহন।

খবর পেয়ে ঘটনাস্থলে আড়াইহাজার থানা পুলিশ উপস্থিত হলে সংঘর্ষ শুরু হয়৷ পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করলে নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে নেতাকর্মীরা চড়াও হয় পুলিশের উপর৷

কুপিয়ে জখম করা হয় পুলিশের দুই কনস্টেবলকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে প্রবেশ করে। বিপুল সংখ্যক টিয়ারশেল ও শর্টগানের গুলি ছোড়ে বিএনপি নেতাকর্মীদের হটিয়ে দেয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা ডিউটিরত পুলিশের উপর চড়াও হয়। বেশ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

আমাদের দুজন সদস্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও খবর

Sponsered content