বিনোদন

এবার সিসিএলে না যাওয়ার কারণ জানালেন পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা শরিফুল রাজের চেহারা দেখবেন না বলেই সেলিব্রেটি ক্রিকেট লীগে (সিসিএল) যাননি বলে মন্তব্য করেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে এ তথ্য জানান।পোস্টে পরী লেখেন, ‘এই এগ্রেসিভ জানোয়ারটার চেহারা দেখতে হবে বলেই যাই নাই সিসিএল এ! আল্লাহ বাঁচাইছে।

এর আগে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে খেলা ছিল। প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামেন দুই দলের খেলোয়াড়রা। ম্যাচে মোস্তফা কামাল রাজের দল ১২০ রানের টার্গেট দেয়। পরে রুদ্ধশ্বাস ম্যাচে তারা ৬ রানের জয় পায়।

তবে বিজয় উল্লাস করতে গিয়ে বিপত্তির শুরু। দুই দলের খেলোয়াড়রা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত হন দীপনের দলের বেশ কয়েকজন খেলোয়াড়। এরপর দীপনের দলের ছয় জন চিকিৎসা নেন পঙ্গু হাসপাতালে। আহতদের মধ্যে রয়েছেন শিশির শিকদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও শেখ জাহিদ।

আহতদের অভিযোগ, মোস্তফা কামাল রাজ ও শরিফুল ইসলাম রাজ মদ্যপ অবস্থায় তাদের ওপর কোনো কারণ ছাড়াই হামলা চালিয়েছেন। এরপর রাজের সমর্থকরাও হামলায় অংশ নেন।এ বিষয়ে দীপংকর দীপন বলেন, ‘ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত মাঠে কোনো বল গড়াবে না।

এদিকে প্রেস কনফারেন্সে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন পরীমণি। রাজের সঙ্গে ডিভোর্সের কারণ হিসেবে মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেয়া, মানসিক অশান্তির কথা উল্লেখ্য করেছেন তিনি।

আরও খবর

Sponsered content