5 February 2025 , 9:01:16 প্রিন্ট সংস্করণ
মাহমুদ শরীফ : “কুমারখালীর বেডশিট” কে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি প্রদান করা হয়েছে। তাঁত বোর্ডের ২৩.০৫.২০২৪ খ্রি: এর জি.আাই-৮৭ আবেদনের মাধ্যমে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর কর্তৃক “কুমারখালীর বেডশিট” কে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি প্রদান করলো। এর ফলে বেডশিট পণ্য উৎপাদনকারী হিসেবে কুমারখালী দাবীদার হলো। এখন থেকে আর কোন জেলা এ পণ্যের দাবী করতে পারবে না।
কুমারখালী তাঁত বোর্ডের উপ মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান স্বীকৃতির বিষয়টি নিশ্চিৎ করেছেন।। তিনি বলেন, এটার জন্য দীর্ঘদিন চেষ্টা চালিয়ে সফল হলাম। আমরা আজ গর্বিত, দেশ বিদেশের কেউ আর আমাদের এই স্বীকৃতীর উপর ভাগ বসাতে পারবেনা।
এই সুনামের স্বীকৃতির জন্য কুমারখালীর সকল তাঁত শিল্পী, তাঁত শিল্প মালিক ও তাঁতি পরিবারের সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।