কুষ্টিয়ার কুমারখালীতে ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এক আনন্দঘন ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রংধনু রেস্টুরেন্টে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব কাজী আক্তার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানের সফলতা ও সাফল্য কামনা করে বক্তারা বলেছেন, এ ধরণের মিলনমেলা আমাদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে এবং সমাজে সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করে। এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। যা সমাজের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। অতিথিরা ও উপস্থিত সদস্যরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগ করে নেন।
এই ধরনের মিলনমেলা কুমারখালীর মতো ছোট শহরেও মানুষের মধ্যে একতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে বলে বক্তারা উল্লেখ করেন। তারা শহরের প্রধান সড়কে হকার ও ময়লার বিষয়ে ক্ষোভ জানান। এসময় জানজট নিরসনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। বক্তারা পৌর ভবনের সামনে গোলাবাড়ী দিঘির সংস্কারে করার জোর দাবী জানান।
কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, দুস্থ্যদের মাঝে সেলাই মেশিন প্রদান, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার প্রদানের মত এই ধরনের ইভেন্ট ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আব্দুর রফিক বিশ্বাস, সোহেল আমিন বাবু, বাবু নিতাই কুন্ডু, আব্দুর রহমান, জিল্লুর রহমান মধু, শহিদুল ইসলাম, আব্দুল গাফ্ফার বিশ্বাস,এস এম আব্দুল খালেক, সোলাইমান বিশ্বাস,জাহিদুল ইসলাম পলক, ইকবাল কবীর দিলু, মাহমুদ শরীফ, রবিউল ইসলাম প্রমূখ। শেষে সকালের নাস্তা পরিবেশন করা হয়।
Like this:
Like Loading...