11 December 2025 , 10:14:46 প্রিন্ট সংস্করণ
কুমারখালীতে কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাসষ্ট্যান্ড সংলগ্ন বিএনপির অফিসে উপজেলা কৃষকদলের আয়োজনে এ অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী।
উপজেলা কৃষকদলের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফিজ ও উপজেলা যুবদলের সাবেক সেক্রেটারি খান আতিকুর রহমান সবুজ।
এ্যাড আব্দুল মজিদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন কৃষক নেতা ফজলুর রহমান, আসাদুজ্জামান নয়ন,
মৃর্তজা আলম রিপন প্রমূখ। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।








