24 March 2025 , 8:12:03 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার কুমারখালীতে সাম্য মানবিক মর্যাদা ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে করণীয় শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী উপজেলা শাখার উদ্যোগে গোলাম কিবরিয়া সেতু সংলগ্ন রংধনু রেষ্টুরেন্টে একার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী উপজেলা শাখার সভাপতি ডাঃ মোঃ গোলাম ছরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী।
অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখার নায়েবে আমির আফজাল হোসেন, সাংবাদিক সোহাগ মাহমুদ খান প্রমূখ উপস্থিত ছিলেন।