ভিন্ন স্বাদের খবর

আবারও চুল দিয়ে মাথাতেই তৈরি করলেন কেটলি ঢেলে খেলেন চা

কারিকুরি করে চুল দিয়েই মাথার উপরে তৈরি করা হয়েছে চায়ের কেটলি। মাথা ঝোঁকালে সেখান থেকে চা-ও পড়ছে। এমন কাণ্ডই ঘটিয়েছেন ইরানের এক কেশসজ্জা শিল্পী। এ নিয়ে একাধিক ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।সাইদেহ আরিয়া নামে ওই কেশসজ্জা শিল্পীর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গ্রাহকদের চুলে ধাতব তার জড়িয়ে একটি ধাঁচা তৈরি করেছেন তিনি।

এর পরে সেই ধাতব ধাঁচায় চুল এবং পরচুল জড়িয়ে এমন রূপ দিয়েছেন, যা দেখতে হুবহু কেটলির মতো। সেই কৃত্রিম কেটলি চা ধরে রাখতেও সক্ষম।একটি ভিডিওতে চুলের কেটলি থেকে চা ঢেলে খেতেও দেখা গেছে আরিয়াকে।

শুধু কেটলি নয়, চুলকে ‘লাভ সাইন’, জুতাসহ বিভিন্ন জিনিসের আকার দিতে পারদর্শী তিনি। একটি ইনস্টাগ্রাম পোস্টে আরিয়া লিখেছেন, ‘ফ্যাশনে অনেক বৈচিত্র রয়েছে।

কিন্তু আমি এমন কিছু করতে চেয়েছিলাম, যা প্রাকৃতিক বলে মনে হবে। তাই চুলের কেটলি তৈরির সিদ্ধান্ত নিয়েছিলাম।

আরও খবর

Sponsered content