17 March 2025 , 2:53:26 প্রিন্ট সংস্করণ
মাহমুদ শরীফ,
কুষ্টিয়ার কুমারখালীতে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োাজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার রাইসুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপ¯ি’ত ছিলেন। উপজেলার ১হাজার ২শত ৫০জন কৃষক প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার গ্রহন করেন।
উপজেলা কৃষি কার্যালয় সুত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে তিল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। প্রত্যেক কৃষককে এক কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়াও মুগ ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ৫০ জন কৃষক বীজ ও সার প্রদান করা হয়েছে। প্রত্যেক কৃষক ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পেয়েছেন।
বিনামূল্যে বীজ ও সার পেয়ে ব্যাপক খুশি কৃষকরা। চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার বয়োজ্যেষ্ঠ কৃষক কামাল হোসেন বলেন, টাকা ছাড়াই ৫ কেজি মুগের বীজ, ৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দিয়েছেন সরকার। দেড় বিঘা জমিতে চাষ করব। জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের কৃষক শফিকুল বলেন, দিন দিন তেলের দাম বাড়ছে। সেজন্য তিল ফসলের চাষ করব। সরকারিভাবে এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পেয়েছি।