রাজনীতি

কুষ্টিয়া-৪ আসন: গণঅধিকারের প্রার্থী ভাইজান তিয়াসের নির্বাচনী পদযাত্রা ও জনসভা

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ গণঅধিকার পরিষদের প্রার্থী যুবনেতা শাকিল আহমেদ তিয়াসের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার শহীদ গোলাম কিবরিয়া সেতুর গোল চত্তর থেকে নির্বাচনী পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টার্মিনালে জনসভায় মিলিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও কুষ্টিয়া-৪ আসনের ট্রাক মার্কার মনোনীত এমপি পদপ্রার্থী ভাইজান খ্যাত শাকিল আহমেদ তিয়াস।
এসময় জনসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন দলীয় প্রধান ভিপি নুরুল হক নুর।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের সাবেক কেন্দ্রীয় নেতা সায়ন আহমেদ রাফার সঞ্চালনায় জনসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শরিফুল ইসলাম, ডাকসুর সাবেক সংগঠক ছাত্রনেতা শাকিল, সমন্বয়ক মাহমুদুল হাসান প্রমূখ।
ট্রাক মার্কার এইপদযাত্রা ও সমাবেশ শহরে আলোড়ন তুলেছে। সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার বৃদ্ধ যুবক তরুণ কিশোরদের উপস্থিতি ছিল।

আরও খবর

Sponsered content